কবিতা


আমার বন্ধু এখন কষ্ট
বন্ধু হারানোর কষ্ট,
বন্ধুন্ত না পাওয়ার কষ্ট,
স্বপ্ন ভঙ্গের সব কষ্টগুলো নিয়ে-
আমি বন্ধুসভা করেছি।
তাদের সাথেই উঠাবসা
- কাটে সারাবেলা।
এভাবেই ভালভাবে বেঁচে আছি।
বন্ধুসভা নিয়ে ভীষন ব্যস্ত
তাই আজকাল কোন স্বপ্ন দেখিনা
তবে একমনে তাকিয়ে দেখি সূর্যাস্ত।
আমার সে বন্ধুদের জন্যই
খুব সাহসী হয়ে পরেছি।
সূর্যাস্তে আমার ভয় নেই
আমার বন্ধু যে এখন কষ্ট
তাদের নিয়েই থাকি ব্যস্ত।
তবে হ্যা -
আমার এতো ব্যস্ততার মাঝেও
তোমায় কখনো ভুলি না,
তোমার স্মৃতিগুলোও ভুলতে পারিনা।
কিরে ভুলব-
আমার আজকের বন্ধুদের জন্যই
তোমাকে মনে রাখতে পেরেছি
যেমন তোমার জন্যই তাদের পেয়েছি।

মাঝে মাঝেই ভীষন একা লাগে
মনে হয় চারপাশে কেউ নেই,
নেই ভাবনাগুলোও;
ব্যস্ত পৃথিবীতে -
দাড়িয়ে রয়েছি অসীম শুন্যতায়।
আমার সমস্ত চেতনা লোপ পায়।
ছেদ পরে ব্যাস্ততায়।
তোমার চোখে চোখ রাখি
অনেকক্ষণ তাকিয়ে থাকি,
বির বির করে কথা বলি।
তোমার অপলক দৃষ্টিতে -
আমার কাংখিত ভাষা খুজি।
হাসি পায়, ভীষন হাসি পায়
স্বস্থি ফিরে চোখ বুজি।
নিস্পান ছবি -
কিভাবে কথা বলবে,
কি করে কথা দিবে?
যে কথা তুমি দিয়েও রাখনি
আমার ভুলেই হয়তো
কথা রাখতে পারনি।
যখন বৃষ্টি ঝড়ে-
কারো কি কথা রাখে?
মহা প্লাবনেও ঝড়তে থাকে।
আমার দুচোখ তবে কেন কথা শুনবে?
পাথর গলে ঝরনাতো ছুটবেই
পাথরের সে কান্নায় পাথর ক্ষয়ে যায়
আমার কষ্ট তবু শেষ হয়না।
অক্ষয় অমর হয়ে জ্বলে।
তাইতো সুবোধ বালকের মতো
বাধ্য হয়েই মিতালী গড়েছি
নীল, লাল, হলুদ কষ্টের সাথে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন