মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

ভাবনাগুলি


ভাবনার জগতে দায়িড়ে ভাবছি
ভাবনাগুলো ছিল কোথায়?
ভাবছি আর ভাবছি
কাজগুলো বাকি পরে আছে
যথন যেখায় ছিল সেথায়।
নিজেকে নিয়ে ভাবি না কখনো
কখনো দেশ, মানুষ
কখনো ভাবি তোমায়।
কখনো ভাবি-
কোথা থেকে এসেছি
গন্তব্যই বা কোথায়?
অতি নগন্য জ্ঞান-
তবু ভাবি তার কথা,
থুজি সে কোথায়
খুব কাছাকাছি চারপাশে দেখি
যার করুণায় এসেছি
সুন্দর বর্ণিল এ ধরায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন