খুব সুন্দর লাগছে তোমায়
মনে হয় এখনি একটা কবিতা লিখি
সুন্দর করে আকি তোমায়।
ভাললাগার সাথে অনেক রঙ মেশাই
তোমার মঙ্গল কামনায়
জ্বেলে দেই একশত একটা বাতি।
ভেবেছিলাম তোমার জন্মদিনে
একটা কবিতা লিখব
ছন্দে ছন্দে শুভেচ্ছা জানাব
কিন্তু আমি কবি নই
এজন্য পারলাম না কবিতা লিখতে
তবে -
শুভেচ্ছা জানানোর সবগুলো শব্দ দিয়ে
শুভকামনার মোড়কে ঢেকে
বানানো ফুলেল তোরাটি তোমাকে দিলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন