মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

মনে পরে-


নিজেকে নিজেই চিমটি কাটি
দেখি জেগে আছি কি-না
নাকি স্বপ্নের ঘোরে
হৃদয়ের কাটাকুটি।
ব্যাথায় কুকড়ে উঠি
নি:শব্দে চিকার দেই।
তোমার কথা ভেবে অবাক হই
এটাই কি কথা ছিল বন্ধু?
এই তুমিই কি সেই তুমি?
বারং বার যার অনুযোগ ছিল
আমায় কি ভুলে গেলে?
আমায় কি ভুলে যাবে?
কিছুই ভুলিনি-
প্রতিটি দিন, ঘন্টা, সেকেন্ড
পই পই মনে আছে
মনে পরে-
কলেজ প্রাঙ্গন কিংবা কোট চত্বর
অথচ তুমিই দিব্বি ভুলে গেছ
যা ভেবেছিলাম তাই সত্যি হলো্
আমার চেতনায় আমি এখন মৃত
তুমি ছিলে স্বপ্নের মতো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন