সোমবার, ১৩ আগস্ট, ২০১২

বন্ধু তোমাকে ঈদের শুভেচ্ছা

শুধু ঈদের জন্য শুভকামনা
এমন স্বার্থপর আমি নই
তোমার জন্য সর্বক্ষণ খোলা
আমার হৃদয়াকাশের জানালা।
শুধু ঈদ নয়
প্রতিটি দিন প্রতিটিক্ষণ
ভাল থাক এবং আলোকিত হোক
সুন্দর আলোয়
তোমার জীবন
এটাই আমার একমাত্র কামনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন