নিজেকে অপরাধী মনে হয়
সূর্যটা হেলতে শুরু করেছে
তবু থেমে নেই আশায়।
কখনো বা রঙীন স্বপ্নীল
খুব বেশি গোছালো,
আমার বেহিসাবী খাতায়
এলোমেলো হয়ে আছে -
বাস্তব আর ভবনাগুলো।
সময় যেমন চলন্ত
আবার গতিহীন
মহাকালের হিসেবে
মনে হয় দ্রুতিহীন
অথচ চলছেতো চলছে
দূর অজানায় বিরতিহীন।
আমার জীবনও থেমে নেই
স্বপ্ন ভঙ্গে থেমে আছে
অথচ চলছে-
পাওয়া না পাওয়ার হিসেবেই।
কি চেয়েছি, আর কি পেয়েছি
কেমনটা চাইলে বা হলে
ভাল হতো জীবনের হিসেব।
এ জটিল অংকে-
ভাল হতো হয়তো
কারো প্রবেশ না হলেই।
জীবনের পাওয়া না পাওয়ার হিসেব
পোষ্টমোর্টেমে যখন ব্যস্ত
তখনই তোমার/তোমাদের সোনালী দিগন্তে
সোনালী সূর্যটা ঝিলমিলিয়ে উঠছে।
সুন্দর এ মূহুর্তে বলছিনা
আমায় তুমি স্মরণ কর
শুধু আশির্বাদ করি-
সময়টা দীর্ঘক্ষণ ধরে রেখ।
প্রতিটিক্ষণ আনন্দে থাক
নষ্ট করনা এতটুকু সময়
হিসাবহীন চলায়।
আমার যখন কষ্ট হয়
তারাগুলোর সাথে কথা বলি
কিন্তু মেঘগুলো বড়ই
নির্দয়
আমার আর তারাগুরোর মাঝে
দেয়াল টেনে দেয়।
আমি কষ্টগুলো ভেতরে নিয়ে
গুমরে কেঁদে উঠি
মেঘগুলো কখনোবা সদয় হয়
বৃষ্টিজলে কষ্টগুলো-
ধুয়ে দিতে চায়।
আমার কষ্টের হিমশীতল পাথর
বৃষ্টির জলস্রোতে অটল
এতটুকু নড়ে না।
বারবার মেঘাবৃত আকাশে তাকাই
যদি একটিবার তারাদের দেখা পাই
পাথরের সে গল্পগুলো বলে
এ পোরা মনকে
হালকা করতে চাই।
মানুষ কিরুপে পারে
এতোটা নিঠুর হতে
মূহুর্তে ওলোটপালট করে দেয়-
গোছালো স্বপ্নগুলো।
সুনামির দাপটে
ক্ষতবিক্ষত এমন আমায়
আশাহত হয়েও স্বপ্ন দেখায়।
ভালবাসায় নতুন পাতা গজায়
মরতে মরতেও না মরে বেঁচে থাকি।
বিদগ্ধ বিক্ষুব্ধ এমন
সীমাহীন সাহসে নৌকা ভাসায়
দূরন্ত সমূদ্রে সুখপুরীর আশায়।
চারিদিকে অথৈ জল, ধুধু জল
কূল কিনারা নাই
যেন জলের গ্রহের একাকী বাসিন্দা
ছুটে চলেছি,
সাথে নির্জন দিন আর রাতের স্নিগ্ধা
আমার সে স্বপ্ন কূলের দেখা পাবই
থাকি দূর্বার এ আশায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন