স্বপ্নের ভেতর অলীক কল্পনা
গল্পের মতো সাজাই
কিন্তু গুছিয়ে লিখতে পারিনা
তাই, কবিগুরু, জীবনানন্দ বা
সহজ সরল অথচ গভীর হুমায়ুন
হতে পারি না।
এভাবেই প্রতিনিয়ত না পারার ব্যর্থতা
আমায় কুরে কুরে খায়
তোমায় নিয়ে ঘটে যাওয়া নাটক
গদ্যে কিংবা পদ্যে কিছুতেই লিখতে পারিনা
শুধু ভাবি আর ভাবি-
ভাবতে ভাবতে ভাবনার সীমানা পারি দেই
আলো দেখলেই উই পোকার মতো
মনে হয় ঝাপ দেই।
মৃত্যুর ভয়ে তাও পারিনা।
সমস্ত না পারার ব্যর্থতাই
আমাকে এখন যন্ত্রনা দেয়
আমার দু’চোখে ঝরনা ঝরায়।
আমি কেঁদে কেঁদে নদীতে মিশি
ঢেউয়ের সাথে করি মিতালী
সমূদ্রের নোনাজলে মিশব বলে।
পাহাড় থেকে সমূদ্র এই দীর্ঘ পথ
এক বারও তোমায় ভুলিনি
কথনো ভুলতে আর পারবও না
যন্ত্রনাকে লালন করে
সমূদ্র থেকে মহাসমূদ্র
কখনো আকাশ, কখনো মেরুর বরফ
সবার কাছেই বলব -
তোমার আমার বন্ধুত্ব।